আচ্ছা তোমার সবচেয়ে প্রিয় খাবারটা কি?
সেটা কি তোমার সবসময় খেতে ইচ্ছে করে?
মানে অলওয়েজ খেতে ইচ্ছে করে?
তোমার সবচেয়ে প্রিয় ড্রেসটা সবসময় পরতে ইচ্ছে করে?
তোমার ঘরের সবচেয়ে প্রিয় বস্তুটাকে সবসময় দেখতে ইচ্ছে করে?
করে না। এখানে সবগুলোই আমি কোনো না কোনো জিনিস বা বস্তুর কথা বলেছি।
কিন্তু ভেবে দেখতো তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে নিশ্চয়ই সবসময় দেখতে ইচ্ছে করে।
করা কথা কারণ প্রিয় মানুষটা কোনো বস্তু নয়। কোনো জিনিস নয়।
হ্যাঁ, আমি তোমার প্রিয় মানুষ নই এজন্য হয়তো আমি দেখতে চাইলে রাগ হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু তুমি তো আমার প্রিয় মানুষ। আমার তো দেখতে ইচ্ছে করে।
কি যেন বলেছিলে দেখার জিনিস।
দেখার জিনিস হলে তো সবসময় দেখতে ইচ্ছে করতো না। একটা সময় বিরক্ত লাগতো। তুমি তো জিনিস নও। যে আমার বিরক্ত লাগবে। তুমি তো আমার প্রিয় মানুষ। যাকে আমার সবসময় দেখতে ইচ্ছে করে।
(This article was written by Tayebur Rahman Tahim)
No comments:
Post a Comment