কেউ যদি আপনাকে ভালোবাসে, আর আপনি সেটা ভালো করে বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে আলাদা একটা শান্তি কাজ করবে। তখন মনে হবে নাহ্, কেউ একজন আমাকে ভালোবাসে। এই যে আপনার মনে হলো কেউ আপনাকে সত্যি সত্যিই ভালোবাসে। দেখবেন একটা সময় তার প্রতি কেমন যেন একটা অবহেলা অবহেলা ভাব চলে আসবে। আপনি খারাপ ব্যবহার করবেন, কটু কথা বলবেন, সে যাবে না। এমনটা করতেই থাকবেন, একটা সময় তার সাথে কুকুরের মতো ব্যবহার করবেন, নাহ্ তারপরও সে যাবে না।
কেন যায় না?
এইযে সে আপনাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে। আর কেউ কাউকে ভালোবাসলে কুকুরের থেকেও নিচে নেমে যায়। আপনি হাজার তাড়ালেও সে যাবে না। কেন যে যায় না সেটা সে নিজেও জানে না। হয়তো আপনাকে একটু বেশিই ভালোবেসে ফেলেছে সেজন্য।
এই যে ভালোবাসা, এটার মূল্য দিতে শিখুন। একটা মানুষের ভালোবাসার মূল্য দিতে হয়। নিজেকে প্রশ্ন করুন তো, আসলেই কি আপনি তার ভালোবাসা পাওয়ার যোগ্য? আপনার ভিতরে কী গুণ আছে তার ওই অসীম ভালোবাসা পাওয়ার?
প্রশ্ন করুন … প্রশ্ন করুন …।
আছে কোনো গুণ?
এবার প্রশ্ন করুন তার ভালোবাসা পাওয়ার কেন আপনার অধিকার নেই। কেন আপনি তার অসীম ভালোবাসা পাওয়ার যোগ্য না?
এইযে আপনি তাকে ভালোবাসেন না, তাহলে কেন তাকে আপনি ভালোবাসতে বাধ্য করলেন?
কেন?
একটা মানুষ আরেকটা মানুষকে এমনি এমনি তো আর ভালোবাসতে পারে না, তাইনা?
আপনি হয়তো তার সাথে কথা বলেছেন, ভালোবাসতে উতসাহ প্রদান করেছেন বা এমনটাও হতে পারে আপনি তাকে বলেছেন আপনি তাকে ভালোবাসেন।
এজন্যই তো সে আপনাকে মন থেকে ভালোবেসেছে, তাইনা?
এখানে দোষটা কার আপনার নাকি তার?
কে ভালোবাসার জন্য স্পেস তৈরি করে দিয়েছে?
কে?
আপনি, আপনিই তাকে বাধ্য করেছেন ভালোবাসতে।
এখন সে আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, আপনার এখন সেটা আর ভালো লাগছে না।
তাহলে ওই মানুষটার সাথে কেন এমন করলেন?
কারণটা আসলে কি ছিল? কোন কারণে এমনটা করলেন? সে যদি ভালো একটা মানুষকে ভালোবাসতো তাহলে সে ভালো কিছু পেত, তাইনা? তার কি এমন কষ্ট পেতে হতো?
হতো না।
যখন দেখবেন ওই মানুষটার মতো আপনাকে কেউ আর ভালোবাসে না, তার মতো করে কেউ আপনাকে আর গুরুত্ব দেয় না, বা গুরুত্ব দিলেও কোনো কারণে দেয়, বিনা কারণে দেয় না, তখন মনে করবেন যে, ওই মানুষটাকেই আমার ভালোবাসা উচিত ছিল। তার মতো করে কেউ আমাকে আর ভালোবাসে না। তার মতো কেউ আর গুরুত্ব দেয় না।
তখন হয়তো দেখবেন সময় শেষ হয়ে গেছে, হয়তো তখন তাকে কেউ প্রচন্ড ভালোবাসা দিয়ে ঠিক করে দিয়েছে, না হয় সে রাস্তায় রাস্তায় ঘুরছে অথবা সে পৃথিবী থেকেই বিদায় নিয়ে চলে গেছে।
ওহ্ হ্যাঁ আরো একটা কথা আছে, "Revenge of Nature" প্রকৃতির প্রতিশোধ। তুমি যতটা দিবে ততটাই ফেরত পাবে অন্য কোনো রূপে অন্য কোনো সময়ে। পারবে তো সহ্য করতে?
No comments:
Post a Comment