সাধারণত আমি দুঃস্বপ্ন খুবই কম দেখি, কখনও যদি দুঃস্বপ্ন দেখি তো আমার আশেপাশে ওই রিলেটেড কিছু না কিছু ঘটবেই। এজন্য আমি দুঃস্বপ্ন দেখলে কিছুটা আতঙ্কে থাকি। যে স্বপ্ন দেখবো সেই রিলেটেড কিছু না কিছু ঘটার সম্ভাবনা প্রায় ৬০-৭৫%।
যাইহোক, আজকে স্বপ্নটা দেখলাম নিজেকে নিয়ে, দেখছি যে, ছুটিতে বাড়িতে গেছি, (একটা কথা বলে নিই আমি বাড়িতে গেলে আমার পরিবারের পাশাপাশি এলাকাবাসীও অনেকটা খুশি হয়। তারা সত্যি আমাকে অনেক ভালোবাসে) তো যাওয়া পর এলাকার এক কাকিকে ডেকে জিজ্ঞেস করলাম কাকি কেমন আছেন? উত্তর দিলো না, তাকিয়ে আছে আমার দিকে। এমন ভাবে তাকিয়ে আছে আমি অপরিচিত কেউ, আরেকজনকে জিগ্যেস করলাম সেও সেইম, এরকম দুই তিনজনের কাছে জিজ্ঞেস করলাম সকলে শুধু তাকিয়ে আছে। এবার একটু আপনজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম সেজো ভাবি কেমন আছো?
সেও চিনতে পারে না। আমাকে সেজো ভাইকে(সাঁইজে ভাই বলতাম) দেখিয়ে দিলো। বলে রাখি আমার সাঁইজে ভাই আমাকে খুবই ভালোবাসতো সে অনেক আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। তো সে বসে আছে একটা মাদুরের উপর কাছে গেলাম, কাছে গেলেই সে হেঁসে দিয়ে বসা অবস্থায় জড়িয়ে ধরলো। অনেকটা খুশি হলো। মানে অনেকটা। জড়িয়ে ধরা অবস্থায় বললো কাল তুমি আমার কাছে চলে আসো।
তার কাছে চলে যাওয়া বলতে কি সে……
তার কাছে গেলে মন্দ হয় নাহ্।
No comments:
Post a Comment