এই যে সবসময় তোমার নাম ধরে ডাকি। বিরক্ত হও তাইনা?
কি করবো বলো? তোমার নাম ধরে ডাকতে এতো ভালো লাগে এতো ভালো লাগে বলে বোঝানো যাবে না।
আর তোমার কাছে ছোট হতে তোমার কাছে ক্ষমা চাইতে অনেক বেশি ভালো লাগে। কেন এতো ভালো লাগে জানা নেই। মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে নত হই। কোনো কারণ ছাড়াই নত হই। ভালো লাগে নত হতে।
আমার যদি সামর্থ্য থাকতো আমার জীবনটা তোমাকে দেখে কাটিয়ে দিতাম। তোমাকে জড়িয়ে ধরে প্রতিটি মুহূর্ত পার করতাম। একটা মূহুর্তের জন্য ছেড়ে দিতাম না। একটুও ছাড়তাম না। একটুও না। কিন্তু আমার জীবনটা এমন নয়।
কেন এমন হলো না? হতে পারতো না? হলে কি খুব বেশি ক্ষতি হতো এই সুন্দর পৃথিবীর? এই সুন্দর পৃথিবীতে আমি একটা সুন্দরকেই দেখতে চাই। জানো আমার সামনে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আর তোমাকে রাখা হয়। তবে আমি তোমাকে দেখবো।
তোমাকে দেখার এই প্রকট ইচ্ছা আমার মৃত্যুর পরবর্তীতেও থাকুক। তোমাকে আমি শুধু এ জগতে নয় আখিরাতেও চাই। আমার হুরের দরকার নেই। আমার শুধু তোমাকে দরকার।
এইতো ছোট্ট একটা জীবন, কয়েকটা বছর মাত্র। কত বছর বাঁচবো? ৩০, ৪০ নাকি ৫০? এখনও মরে যেতে পারি কিন্তু ধরে নিলাম ৪০ বছর বাঁচবো, জীবন থেকে অলরেডি ২১ টি বছর চলে গেছে আর মাত্র ১৯টি বছর। তার মধ্যে ২ টি বছর আমরা একসাথে। এই ১৯ টি বছর একসাথে কাটিয়ে দিলে কি খুব বেশি ক্ষতি হবে? হয়তো খুব বেশি ক্ষতি হবে না।
চাইলে পার করা সম্ভব। খুব বেশি অসম্ভব নয়।
সম্ভব।
No comments:
Post a Comment