জানো, তোমার মতো করে কেউ কখনো গুরুত্বহীন, মূল্যহীন মনে করেনি। তোমার মতো করে কেউ কখনো অবহেলা করেনি। একটা রাস্তার পাগল এমনকি যৌনপল্লী থেকে উঠে আসা একজন যৌনকর্মীর কথার গুরুত্ব মানুষ দেয়। সেখানে তুমি আমাকে ……
আচ্ছা মানুষ কি ভালোবাসতে শিখলে গুরুত্বহীন হয়ে যায়?
অবহেলার পাত্র হয়ে যায়?
হয়তো বা হয়তো না, আবার হয়তো হয়ে যায়।
কি জানি আমার জানা নেই।
আচ্ছা, আমিই কি আগের আমি? মনে হয় আমিই, আবার মনে হয়, না। হ্যাঁ আগের আমিই তো কিন্তু কাউকে প্রচন্ড ভালোবাসি। পার্থক্য এটুকু, আগে কাউকে ভালোবাসতাম না, এখন কাউকে প্রচন্ড ভালোবাসি।
আচ্ছা ভালোবাসতে শিখলে মানুষ কি অনেক ধৈর্যশীল হয়ে যায়?
অনেকটা বেহায়া হয়ে যায়?
কেন হয়? কারণটা কি?
পৃথিবীতে কি আর মানুষ নেই? আছে তো অনেক মানুষ আছে কিন্তু সে তো নেই। মানে তার বিকল্প বলে কিছু নেই।
তার বিকল্প সে নিজেই।
যাইহোক এতোকিছুর পরও তাকে প্রচন্ড ভালোবাসি আর এভাবে ভালোবেসে যেতে চাই।
No comments:
Post a Comment