তোমার সাথে কথা হচ্ছে না, এজন্য হয়তো ভাবছো তোমার কথা আমার মনে পড়ছে না, তুমি হয়তো ভুল ভাবছো।
এমন কোনো মূহুর্ত নেই যে তোমাকে মনে পড়ছে না। তোমার ছবি জানে তোমাকে কতটা দেখছি, কতটা মনে পড়ছে।
তোমাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি।
তুমি আমার মন পড়বে না, এটা কখনো ভেবো না। তুমি আমার মনে সবসময় আছো।
জানো ফোনের দিকে তাকালে মনে হয় তুমি আছো।
বারবার ফোনের দিকে তাকাই, হয়তো কলে আছো।
হয়তো একটু দেখতে পাবো। কিন্তু না তুমি একটা মেসেজ পর্যন্ত করোনা।
তুমি এতোটা বিরক্ত হবে আমার উপর আমি বুঝিনি। আমি ছাড়া তোমার সবকিছু ভালো চলে। আরো আমার পেছনে সময় দিতে গিয়ে তোমার কাজের ক্ষতি হয়। তোমার ক্ষতি হয়। আমি তোমার সমস্যা করতে চাইনি কখনো।
কিন্তু এভাবে আমি নিজেই যে সমস্যা হয়ে যাবো বুঝিনি।
ভালো আছো তাই না? সবকিছু কত ভালো চলছে।
আমার সবকিছু ……😆😆
যাইহোক তোমার ভালো চললেই হলো। তুমি একটু ভালো থাকো।
জানো তোমার ছবি দেখলেই কান্না পায়। তোমাকে নিয়ে ভাবলেই কান্না পায়। এই যে দেখো তোমাকে নিয়ে লিখছি, চোখ ঘোলা হয়ে আসছে, চোখ মুছে মুছে দেখতে হচ্ছে।
ব্যাপার না এগুলো।
তুমি ভালো আছো তো এতেই আমার হবে।
জানো আগে কখনো আমি এতো সহজে কাঁদিনি, খুব কাছের কেউ মা*রা গেলেও চোখ দিয়ে পানি পড়েনি কখনো।
কিন্তু ……
তাও ব্যাপার না এগুলো, তুমি ভালো আছো তো?
তুমি ভালো থাকলেই হবে আমার। তোমার ভালো চাওয়া সবসময়।
তোমার ভালো চাইতে গিয়ে এভাবে বিরক্তির কারণ হবো বুঝিনি।
হ্যাঁ একটু বেশি বিরক্ত করে ফেলেছি হয়তো। সহ্য করতে পারছো না হয়তো। কি করার বলো। আমার উপর রাগ করে যদি কিছু করে ফেলো তাই প্রবল ইচ্ছা আর অনেকটা দুঃখ নিয়েও কিছু করার থাকছে না। ব্যাপার না এগুলো। তুমি ভালো আছো হয়তো। এতেই হবে আমার।
আমার আর কিছু লাগবে না।। আমার কিছু চাইনি কখনো। আমার চাওয়ার মধ্যে শুধু তোমাকে চাই। এটা ছাড়া আর কিছু কখনো চাইনি।
সৃষ্টিকর্তার কাছে কখনো কিছু চাইনি, তোমাকে চেয়েছিলাম। তোমাকে অর্জন করা সম্ভব নয়। যে কষ্ট করে অর্জন করে নেবো। তোমাকে ভাগ্য করে চেয়ে নিতে হবে। চেয়েছি তাই। চাচ্ছিও। বাকিটা উপরওয়ালার হাতে। তোমাকে পাওয়ার ইচ্ছা আমার মৃ*ত্যু পর্যন্ত থাকবে। তোমাকে দেখার ইচ্ছা আমার মৃ*ত্যু পর্যন্ত থাকবে।
তোমাকে আমি আমার মন থেকে ভালোবাসি।
মৃ*ত্যুর আগে তোমাকে দেখে ম*রতে পারলে আমার আর কোনো দুঃখ থাকবে না।
যাক সে সব কথা, তুমি ভালো আছো তো?
No comments:
Post a Comment