এই যে শুধু তোমার জন্য সবকিছু, ঘুমাতে যাওয়ার আগে তুমি, ঘুমের মধ্যে তুমি, ঘুম থেকে উঠে তুমি, সবকিছুতে তুমি। এইযে তোমাকে কেন্দ্র করে আমার সবকিছু এই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগে। তোমাকে কেন্দ্র করে সবকিছু এটাতে আমি এতোটা মানসিক শান্তি পায় তোমাকে হয়তো কখনো বলে বোঝাতে পারবো না। এই যে সবসময় তোমার নাম ধরে ডাকি। বিরক্ত হও তাইনা? কি করবো বলো? তোমার নাম ধরে ডাকতে এতো ভালো লাগে এতো ভালো লাগে বলে বোঝানো যাবে না। আর তোমার কাছে ছোট হতে তোমার কাছে ক্ষমা চাইতে অনেক বেশি ভালো লাগে। কেন এতো ভালো লাগে জানা নেই। মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে নত হই। কোনো কারণ ছাড়াই নত হই। ভালো লাগে নত হতে। আমার যদি সামর্থ্য থাকতো আমার জীবনটা তোমাকে দেখে কাটিয়ে দিতাম। তোমাকে জড়িয়ে ধরে প্রতিটি মুহূর্ত পার করতাম। একটা মূহুর্তের জন্য ছেড়ে দিতাম না। একটুও ছাড়তাম না। একটুও না। কিন্তু আমার জীবনটা এমন নয়। কেন এমন হলো না? হতে পারতো না? হলে কি খুব বেশি ক্ষতি হতো এই সুন্দর পৃথিবীর? এই সুন্দর পৃথিবীতে আমি একটা সুন্দরকেই দেখতে চাই। জানো আমার সামনে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আর...
No comments:
Post a Comment