বন্ধু পাওয়া সাধারণ বিষয়, কিন্তু সেইম মেন্টালিটির বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তামিম আর আমার চিন্তা ভাবনা প্রায় সেইম। নামেরও কেমন অদ্ভুত মিল আমাদের। ও তামিম আমি তাহিম। দুজনেই প্রযুক্তি ব্যবহার, প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ। মানে যুগের সাথে তাল মিলিয়ে চলা বা চলার চেষ্টা করা এটাগুলো সেইম। একটু আলাদা চিন্তা ভাবনা।
সবকিছু কেমন মিলে যায় আমাদের।
মানসিক দিক থেকেও সেইম। তবে ও আমার থেকে মানসিক দিক থেকে বেশি স্ট্রং। যখন আমি বাড়ি থেকে চলে আসছিলাম তখন না কেঁদে পারিনি। অনেক বেশি কান্না করেছিলাম, সারা রাস্তা কান্না করেছিলাম। আর ও? ও নাকি বাড়ি থেকে চলে আসার সময় একটুও কান্না করেনি। এই দিক থেকে ও একটু এগিয়ে।
আবেগ, দুজনের আবেগ প্রায় সেইম। আবেগ কমই আছে দুজনের, তবে নেই সেটা নয়। আছে কিন্তু ……কম আরকি।
আমাদের পরিচয় হয়তো ছোটবেলা থেকে নয় তবে আমরা দুজন দুজনকে বেশ ভালো করে চিনি।
যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় সেই দোয়া করি।
![]() |
তামিম বিদেশ চলে যাওয়ার আগের দিন |
![]() |
আমি চলে যাওয়ার দিন সকালে। |
No comments:
Post a Comment